ফজিলত:
যে ব্যক্তি দিবসে একবার ইখলাসের সহিত কালিমায়ে তায়্যিবাহ পড়ে, তার
(ক) তার পিছনের গুনাহ সমূহ মাফ হয়ে যায়।
(খ) চার হাজার নেকী প্রাপ্ত হয়।
(গ) আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা লাভ হয়।
(ঘ) জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়।
(তাফসিরে মাজহারী )
কালেমা তায়্যিবাহ : “ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ।”
অর্থ: আল্লাহ ব্যতীত কোন ইলাহা বা মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ সা: আল্লাহর রাসুল।
আধ্বাত্বীক অর্থ (লা্ ইলাহা ইল্লাল্লাহু এর ): আমরা দুখ চোখে যাহা কিছু দেখি বা না দেখি আল্লাহ ব্যতীত সকলই মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহ পাকের হুকুম ব্যতীত এবং আল্লাহ পাক সব কিছুই করিতে পারেন নিজ ইচ্ছায় কারো সাহায্য ব্যতীত।
এবং মুহাম্মাদুর রাসুলুল্লাহ এর আধ্বাত্বীক অর্থ: দুনিয়াতে যত প্রকার মত ও পথ আছে সবকিছুর উধ্র্বে ও কল্যান রয়েছে একমাত্র মুহাম্মাদ সা: এর নূরানী ত্বরীকায় বা মতামতে। অন্য কোন ত্বরীকায় সফলতা নাই। ইহা অন্তকরনে বিশ্বাস, মুখে প্রকাশ ও বাস্তবে আমলের নামই ঈমান।
No comments:
Post a Comment