বাংলাদেশে মুসলিম সম্প্রদায়ের সিয়াম
সাধনার মাস পবিত্র রমজান আগামী ৭ জুন মঙ্গলবার থেকে শুরু হওয়ার সম্ভাবনা
রয়েছে। তবে এটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
ইসলামিক ফাউন্ডেশন পবিত্র রমজান মাসের
সেহরি ও ইফতারের সম্ভাব্য সময়সূচি প্রণয়ন করেছে। ফাউন্ডেশনের পরিচালক ড.
মুহাম্মদ আবদুস সালাম স্বাক্ষরিত এ সময়সূচি গণমাধ্যমে পাঠানো হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে রমজানুল মোবারকের এ সময়সূচি কার্যকর হওয়ার কথা জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, সময়সূচিতে
সেহরির পর ৬ মিনিট ও ইফতারের আগে ৩ মিনিট অতিরিক্ত সময় ধরা হয়েছে। সেজন্য
সেহরির সতর্কতামূলক শেষ সময়ের ৬ মিনিট পর ফজরের আজান দিতে হবে। সূর্যাস্তের
পর সতর্কতামূলকভাবে ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।
No comments:
Post a Comment