Monday, May 23, 2016

লজ্জা নই জানতে হবে। যৌনাঙ্গতে মুখ লাগান যাবে কি ? ইসলামিক ব্যাখা দেখুন ।



স্বামী-স্ত্রী এর মাঝে সঙ্গম একটি হালাল পন্থা। কিন্তু এই হালাল বৈধ কাজটিকে আজকাল হারাম করে ফেলছেন অজ্ঞতার কারনে। আসুন সেক্স নিয়ে দুটি জরুরী তথ্য জেনে নেই।
যে সব ছেলে মেয়েরা একে অপরের যৌনাঙ্গ চুষেনঃ এটা নিকৃষ্ট বিকৃতি পশু ভিক্তিক যৌন আচারন। পুশুদের হাত নেই বলে পুরুষ পশু তার নারী পশুর যৌনাঙ্গতে মুখ লাগিয়ে উত্তেজিত করে। কিন্তু মানুষদের হাত আছে, যৌনাঙ্গতে মূখ লাগিয়ে উত্তেজিত করার প্রয়োজন নেই। এ ক্ষেত্রে হাতই যথেষ্ট।
তাছাড়া যৌনাঙ্গতে মুখ লাগালে যৌনাঙ্গতে লেগে থাকা খুব সহজেই আপনার দেহের ভিতরে প্রবেশ করে। নিষেধ আছে যৌনাঙ্গতে মুখ না লাগানোর। কারণ এই জায়গাটি অপবিত্র, নাপাক।
নাপাক জায়গাতে মুখ লাগালে আপনার মুখও অপবিত্র, নাপাক হয়ে যাবে। আপনার মূখ যাতে নাপাক না হয়, সে জন্য বিকল্প ভাবে মায়ের গর্ভে খাবারের ব্যবস্তা করে আপনাকে লালন করেছেন।
যারা পায়ু পথে সেক্স করেনঃ এই কাজটি জগন্য অপরাধ। যারা এই কাজটি করবে তারা ধংস হয়ে যাবে। পায়ু পথে যারা সেক্স করে তারা জাহান্নামে যাবে। এই বিষয়ে অনেক হাদিসও আছে, আপনি পিছন দিক থেকে করেন, অথবা সামনে দিক থেকে করেন, আপনাকে সেক্স করতে হবে যৌনি পথ দিয়েই। পায়ু পথ দিয়ে সেক্স করলে নারীর যৌন অধিকার লঙ্গণ হয়। তাই বিবাহিত ভাই বোনদের প্রতি অনুরোধ রইলো আপনারা সেক্স করার সময় এই বিষয়গুলি মাথায় রেখে সেক্স করবেন।

No comments:

Post a Comment