মহান আল্লাহ তা’য়ালা মুসলমানদের উপর পাঁচ
ওয়াক্ত সালাতকে ফরয করেছেন। তবে এই পাঁচ ওয়াক্ত সালাতের মধ্যে এমন একটি
ওয়াক্ত রয়েছে, যেই ওয়াক্তের দুই রাকায়াত সালাতকে সর্বশ্রেষ্ঠ সালাত হিসেবে
আখ্যায়িত করেছেন।
এ বিষয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)
বলেছেন, ‘ফযরের দুই রাকায়াত সুন্নত সালাত দুনিয়া এবং সবকিছুর চেয়েও
সর্বশ্রেষ্ঠ। (সহিহ তিরমিযি, অধ্যায় ২, হাদিস নং ৪১৬)।
আসুন আমরা সবাই প্রতি দিন পাঁচ ওয়াক্ত
সালাত আদায় করি, এবং আল্লার পথে চলি। আরহে আমাদের মনে রাকতে হবে
সর্বশ্রেষ্ঠ সালাত ফযরের দুই রাকায়াত সুন্নত সালাত হলেও আমরা জেন অন্ন
সালাত আদায় করতে না ভুলি।
No comments:
Post a Comment