Thursday, May 26, 2016

কালেমা তাইয়্যেবার চারটি বৃহৎ !!! বৃহৎ!! বৃহৎ !!!! ফজিলত !!! লাভ !



কালেমা তাইয়্যেবাহ : “ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাুদুর রাসুলুল্লাহ। “
অর্থ : আল্লাহ ব্যতীত কোন মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ সা: আল্লাহ পাকের রাসুল সা:।
আভিধানিক অর্থ: (১) আমরা দুচোখে যা কিছু দেখি বা না দেখি আল্লাহ ব্যতীত সবকিছুই আল্লাহ পাকের সৃষ্টি মাখলূক। মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহ পাকের সাহায্য ব্যতিত। আল্লাহ পাক সবকিছুই করতে পারেন তার নিজ ইচ্ছায় ও কোনকিছুর সাহায্য ব্যতীত।
(২) মানুষের জন্য সমস্ত কামীয়াবী ও সফলতা একমাত্র রাসুল সা: এর নূরানী সুন্নত তরীকার মধ্যেই নিহিত। অন্য কোন তরীকায় বা মত ও পথে কোন সফলতা আল্লাহ পাক রাখেননি।

কালেমা তাইয়্যেবাহ এর ফজিলত !!! লাভ !!! বা উপকারীতা ::
যে ব্যক্তি দিবসে একবার ইখলাসের সহিত কালিমায়ে তাইয়্যেবাহ পাঠ করবে তার——
(ক) পিছনের সমস্ত গোনাহ মাফ করে দিবেন।
(খ) চার হাজার নেকি প্রাপ্ত হবে।
(গ) আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা লাভ হবে।
(ঘ) জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে।
(তাফসিরে মাজহারী )

1 comment:

  1. এই কথাগুলা পুরো সত্য এবং তা আমরা মেনে চলার চেষ্টা করবো। ইনশাআল্লাহ্‌। আমীন।

    ReplyDelete