আপনার বাচ্চা ছেলে হোক আর মেয়ে হোক অবশ্যই তাকে এই গুড টাচ এবং ব্যাড টাচ শিখাবেন।
বাচ্চাকে কিভাবে গুড টাচ এবং ব্যাড টাচ শিখাবেন?
১. বাচ্চা ২ বছর হয়ে গেলে বাচ্চাকে কারো সামনে জামা প্যান্ট চেইঞ্জ করাবেন না। নিজেরাও কখোনো বাচ্চার সামনে ড্রেস চেইঞ্জ করবেন না। বাচ্চাকেও বুজিয়ে বলবেন মা বাবা ছাড়া অন্য কারো সামনে সামনে ড্রেস খুলবেনা৷
২. বাচ্চাকে কারো কোলে বসতে দিবেন না। বাচ্চাকেও বলবেন তুমি এখন বড় হয়েছো, কারো কোলে উঠবেনা। কেও কোলে নিতে চাইলে "না" বলবে।
৩. আমাদের শরীরের কোন গুলো প্রাইভেট পার্ট কোনগুলো সেইগুলো সম্পর্কে বাচ্চাকে আইডিয়া দিবেন-
ঠোট, বুক, এবং দুই উরুর মাঝের অংশ ( ফ্রন্ট সাইড+ ব্যাক সাইড)
মেয়ে বাচ্চার ক্ষেত্রে পিঠ এবং উরু এই দুই স্থান ও দেখিয়ে দিবেন।
এরপর বাচ্চাকে গল্প করার মতোন টোনে সুন্দর করে বুজিয়ে দিবেন যে এই পার্ট গুলো কেও টাচ করতে পারবেনা।
শুধুমাত্র মা, বাবা পারবে। কিন্তু কখন?
--তবে মা বাবা তখনই পারবে যখন বাথরুম ক্লীন করে দিবে... গোসল করিয়ে দিবে...এবং ড্রেস চেইঞ্জ করিয়ে দিবে। শুধুমাত্র তখনই তারা টাচ করবে। এছাড়া মা বাবাও টাচ করবে না।
( মনে রাখবেন চ্যারিটি বিগিন্স ফ্রম হোম, আগে বাচ্চাকে ঘরের মানুষদের সাথেই প্রাইভেসি মেইন্টেইন করা শিখালে তা বাচ্চার জন্য একটা হ্যাবিটে পরিনত হয়ে যাবে)
৪. যে মানুষ প্রাইভেট পার্ট টাচ করবে সে দুষ্ট মানুষ, পঁচা মানুষ - আমরা কি দুষ্ট মানুষ পছন্দ করি? আমরা কি পঁচা মানুষ পছন্দ করি?
এই প্রশ্ন গুল বাচ্চাকে জিজ্ঞেস করুন। এতে আপনি তার মনোভাবটাও বুজতে পারবেন।
-- এরপর বলবেন আমরা কি করবো? এই রকম দুষ্ট আর পঁচা মানুষ থেকে দূরে থাকবো।
৫. যদি কখনো কেও এই প্রাইভেট পার্ট গুলো টাচ করে তাহলে কি করা উচিত?
-- বাচ্চাকেই আগে প্রশ্ন করুন। বাচ্চার উত্তর শুনে আপনার একটা আইডিয়া হবে আপনার বাচ্চা আপনার কথাগুলোকথাগুলো কতটুকূ বুজতে পেরেছে...
--এরপর বাচ্চাকে নিজেকে প্রতিরক্ষা করার উপায় শিখিয়ে দিন।
যদি কখনো কেও এই প্রাইভেট পার্টগুলোয় টাচ করে প্রথমে চিৎকার দিতে হবে এবং ওই মানুষ টার কাছ থেকে দৌড় দিয়ে মা বাবা যেই থাকবো চলে আসবে।
--অথবা মাকে অবশ্যই অবশ্যই এসে বলবে কে এই পচাঁ কাজটা করেছে।
**আমরা এতটুকু শিখিয়ে দিয়ে ভাবতে পারি কাজ শেষ৷ কিন্তু কাজ আরো বাকি আছে-
৬. বাচ্চাকে অন্যভাবেও শিখাতে হবে। এবং এই ব্যাপারটা খুব খুব জরুরী৷ কোনে মানুষ যদি তার প্রাইভেট পার্ট শো করে অথবা টাচ করতে বলে অবশ্যই সবার আগে ওই জায়গা থেকে দৌড় দিয়ে চলে আসতে হবে।
-- মাকে অবশ্যই অবশ্যই এসে ওই দুষ্ট মানুষটার কথা বলতে হবে।
৭. বাচ্চার সাথে কয়েকবার ব্যাপার টা প্র্যাক্টিস করতে পারেন। "মনে করো তোমাকে কেও টাচ করলো কি করবে?? বাচ্চাকে ব্যাপারটা অভিনয় করে দেখাতে বলবেন।
৮. এই পয়েন্টটা খুব দরকারি। সময়ে সময়ে বাচ্চাকে পুরা বিষয়টি মনে করিয়ে দেয়া এবং গল্পের ছলে খুব স্বাভাবিক ভাবে তাকে জিজ্ঞেস করা কখনো কেও টাচ করেছে কিনা। বাচ্চার এইজ যতোই বাড়ুক আপনি জিজ্ঞেস করা থামাবেন না। আপনি যে আপনার বাচ্চার জন্য সেইফ হাউস, সেইফ যোন তা বাচ্চাকে সবসময় বুজিয়ে দিবেন, ফিল দিবেন। মা কে সব বলা যায় অথবা মাকে সব বলতে হয় এই কথাটাও মনে করিয়ে দিবেন।
৯. পাশাপাশি কোনটা গূড টাচ তা শিখাবেন। যদি পরিচিত কেও হাত ধরে, হ্যান্ডশেক করতে চায় তাহলে তা ঠিক আছে।
১০. এছাড়া অন্য বডি পার্টস, যেমন- মাথা, ফেইস, শোল্ডার, উরু, পা পেট এবং পিঠ এই পার্ট গুলো কোনো কারন ছাড়া টাচ করে সেক্ষেত্রে সেই মানুষটাকে "না" বলতে হবে।
আমি আমার বাচ্চাকে যেভাবে বুঝিয়েছি, সেইভাবেই লিখার চেষ্টা করেছি। কারো কোনে সাজেশন থাকলে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকুক সেইফ থাকুক আমাদের আদরের বাচ্চারা এইটুকুই আমাদের প্রত্যাশা।
© সংগ্রহীত ! #Bangladesh #বাংলা #myselfdipu
•| Dipu Chowdhury °|